ইন্টারেক্টিভ উপসর্গ টুল: পড়ুন, ক্লিক করুন, মনে রাখুন!
উপসর্গ মুখস্থ কৌশল 🎓
বাংলা উপসর্গ 📝
উপসর্গ: সু, হা, স, আ, নি, বি, অজ, ভর, সা, অ, অনা, কু, আড়, আব, ঊন, পাতি, কদ, আন, ইতি, অঘা, রাম।
💡
মনে রাখার টেকনিক: সুহাস, আদর নিবি। তুই অজপাড়ার ভরসা
বলে অনেকে অনাচার, কুকথা ও আড়চোখে দেখে।
সংস্কৃত উপসর্গ 📚
উপসর্গ: অপি, অনু, অপ, প্রতি, সম, অধি, সু, প্র, অতি, উৎ, পরা, নির, বি, পরি, দূর, উপ, অব, অভি, আ, নি।
💡 মনে রাখার টেকনিক: অপি ও
অনু অপরের প্রতি সম অধিকার সু প্রতিষ্ঠায় অতি উৎসাহ পরায়নির বিপরিতে দূর
উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছে।
আরবি উপসর্গ 🌙
উপসর্গ: গর, আম, খাস, লা, বাজে।
💡 সহজভাবে মুখস্থ করা যায়।
ইংরেজি উপসর্গ 🇬🇧
উপসর্গ: হেড, সাব, হাফ, ফুল।
💡 হেড-মাস্টার, সাব-হাফ-পাগল, ফুল-চালাক!
ফারসি উপসর্গ 🕌
উপসর্গ: বদ্, বর্, নিম্, ফি, কম্, বে্, দর্, কার্, না।
💡 বদ বরকে নিম ফি কম-বেশ দেয়ার দরকার নাই।
হিন্দি উপসর্গ 🇮🇳
উপসর্গ: হর।
